হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, ওড়িষ্যা ঃ শেষ রক্ষা আর হল না। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁকে গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। রবিবার সকালে ওড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই ঘটনা ঘটে।

দুবার গুলি লেগেছে মন্ত্রীর বুকে। গুলি লাগার পরেই লুটিয়ে পড়েন তিনি।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া বিমানবন্দর থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। “যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তারপরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখা যায়।”



প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ি থেকে নামার সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ব্রজ রাজনগরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, “অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল দাস গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওড়িষ্যার শাসক দল বিজিডির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরে ওই দলীয় কার্যালয়ের সামনে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ের দিকে এগোতেই হঠাত্‍ তাঁর উপরে হামলা চলে। এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু ওড়িষ্যায়।

এই খুনের ঘটনার প্রতিবাদে বিজেডি কর্মীরা ধর্নায় বসেন, এরপরই ঘটনাস্থলে উত্তেজনা বেড়ে যায়। একাংশের অভিযোগ, মন্ত্রীর ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ মন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং সেটা করেছে খোদ পুলিশকর্মী। কী কারণে স্বাস্থ্যমন্ত্রীর উপর এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply