এখন মোবাইল থেকে মিসড কল দিয়েই হয়ে যান রাজ্য বিজেপির সদস্য

0

HnExpress জয় গুহ ঃ সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ‘মিসড কলের’ মাধ্যমে সদস্যপদ দেওয়ার কথা জানিয়েছেন৷ এক্ষেত্রে তিনি একটি নম্বরও জানিয়ে দিয়েছেন। নম্বরটি হল 18002662020।

For further details or any queries Plz contact Us.

লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, রাজ্যে বিজেপি শাসকদলের ঘাড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে৷ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টিই বিজেপির দখলে৷ মালদহ দক্ষিণ বাদে উত্তরবঙ্গ এর প্রায় সবকটি আসনই বিজেপির দখলে চলে গিয়েছে৷

এদিকে, বিজেপির নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মুকুল রায়ের দাবি, ১২৯টি বিধানসভা আসনে বিজেপি রাজ্যে এগিয়ে রয়েছে৷ শাসকদল মানে তৃণমূল কংগ্রেস এবং বাম-কংগ্রেস বিধায়করা বিজেপির সঙ্গেই প্রতি নিয়ত যোগাযোগ রেখে চলেছেন৷

If U like publish any type of Advertisements, plz contact Us.

আর আসচ্ছে ২০২১ সালের আগে তৃণমূল কংগ্রেস বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারাবে বলে দাবি করেন মুকুল। বিধানসভা নির্বাচন যত এগিয়ে এসেছে, তাই রাজ্যের বিভিন্ন দিকে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে৷

এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মন্ডলস্তর থেকে জেলাস্তরে যোগদান চলবে৷ বিশেষ ব্যক্তিদের যোগদান হবে রাজ্যের সদর দফতর – ৬ নম্বর মুরলীধর সেন লেনে৷

দলীয় সূত্রের খবর, মিসড কল দিয়েই প্রায় ৫০ লক্ষ সদস্যসংখ্যা বাড়িয়েছে বিজেপি৷ তবে এই কর্মসূচির জনপ্রিয়তার দিকে তাকিয়ে আরও একবার তা প্রচারের আলোয় আনা হয়েছে৷

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply