September 9, 2024

একের পর এক বিপদের মুখে উত্তরবঙ্গ, এবারে প্রখ্যাত হলং বাংলোতে আগুন

0
Advertisements

 

 

 

HnExpress ১৯শে জুন নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : উত্তরবঙ্গের উপর যেন একের পর এক অভিশাপ নেমে আসছে। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে গোটা উত্তরবঙ্গ (North Bengal)। প্রথমে শুরু হয় জল দূষণ দিয়ে, তারপর অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, তারপরই ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা আর এবারে জলদাপাড়ার জাতীয় উদ্যানের মধ্যে থাকা হলং বন বাংলোতে বিধ্বংসী অগ্নিকান্ড (Fire Break)। এক রাতেই সব পুড়ে ছাই। ডুয়ার্সের বন বাংলোর নাম বলতে একেবারে প্রথমেই যে নামটা উঠে আসে সেটাই হলো এই হলং বন বাংলো, যা আজ বিধ্বংসী আগুনে ভষ্মিভূত।

কাল একটা যুগের অবসান ঘটে গেলো। ১৫ই জুন থেকে বন্যা পরিস্থিতির জন্য জঙ্গল বন্ধ থাকার জেরে বাংলোতে কোনও পর্যটক ছিলেন না। সেক্ষেত্রে পর্যটকদের কারোর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ফলে হতাহতের কোনো খবরও নেই। তবে এত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী হলং বনবাংলো (Hollong Banglow) পুড়ে যাওয়ার ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা উত্তরবঙ্গকে। প্রসঙ্গত উল্লেখ্য, একদা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর খুব প্রিয় একটি জায়গার মধ্যে এটিই অন্যতম ছিল। সেই হলংয়ের আটটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট (Short circuit) থেকেই এই বাংলাতে আগুন ধরে যায়। কয়েকজন কর্মচারীকে এই বাংলোর দেখাশোনার জন্য রাখা হয়েছিল। তাঁরাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগে দাউ দাউ করে জ্বলে ওঠে কাঠের তৈরি বাংলো। স্থানীয় সূত্রের খবর, বাংলোর একটা এসিতেও বিস্ফোরণ ঘটে। যার জেরেই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আনুমানিক রাত  প্রায় ৯টা নাগাদ এই আগুন লাগে। এরপর আগুন (Fire Break) দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে প্রায় গোটা বাংলোকে।

 

 

 

এই ঐতিহ্যবাহী বাংলোর অগ্নিকাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দমকলের তিনটি ইঞ্জিন মাদারিহাট থেকে ঘটনাস্থলে পৌঁছে গেলেও আগুন আয়ত্বে আনতে পারে না। কারণ ততক্ষণে দাউ দাউ করে জ্বলে গিয়েছে গোটা বাংলো। যে বাংলো ছিল পর্যটকদের (Tourists) কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, যে বাংলোর সামনে থেকে দেখা যেত বাইসনরা ঘুরছে, যে বাংলোতে বহু বিশিষ্টজনেরা এসে রাত কাটিয়েছেন সেই বাংলো কার্যত শেষ হয়ে গেল। জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল টুরিজ্যম ডেভেলপমেন্ট কর্পোরেশন ( bengal tourism Development Corporation) এই বাংলোটির পরিচালনা করতেন।

ডুয়ার্সে (Duers) বেড়াতে গিয়ে হলং-য়ে (Hollong) রাত্রিবাস করার ইচ্ছা থাকে অনেকেরই। তবে বেশিরভাগ সময়ই সেখানে সুযোগ পেত শুধু ভিআইপিরাই (VVIP)। তবে সাধারণ পর্যটকদের জন্যও এখানে থাকার ব্যবস্থা ছিল। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে বনদফতর। কিন্তু কাদের গাফিলতিতে এত বড় অগ্নিকাণ্ড হল হলং বনবাংলোতে? মন খারাপ বহু পর্যটকের। উত্তরবঙ্গের বহু মানুষের কাছে গর্বের ছিল এই বাংলো। দেশ বিদেশের পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় ছিল এই বাংলো। কোনো এক গাফিলতির জন্য একটা যুগের অবসান ঘটে গেলো, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য (Mystery) ?

 

Advertisements

Leave a Reply