September 12, 2024

হাঁসখালি ধর্ষণকান্ডে নয়া মোড়

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, নদীয়া ঃ হাঁসখালি ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। এবার মৃত কিশোরীর বাবা ও দাদার বিরুদ্ধেও দায়ের করা হলো এফআইআর। সিবিআই সূত্রের দাবি, মৃতা নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। হাঁসখালির সেই নির্মম ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। চলছে বয়ান রেকর্ডও। সোমবার নির্যাতিতার মাকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠান তদন্তকারীরা।

সেই সময় সিবিআই আধিকারিকরা মৃতার মাকে প্রশ্ন করেন, এফআইআরে তাঁর স্বামী ও ভাসুরপো অর্থাৎ মৃতার বাবা ও তাঁর এক তুতো দাদার নাম রয়েছে, বিষয়টি তিনি জানেন কি না। নির্যাতিতার মা বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করে বলেন যে, এ বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি কেন তাঁর স্বামী ও ভাসুরপোর নাম এফআইআরে রয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।



এ প্রসঙ্গে জেলা পুলিশের দাবি, নির্যাতিতার মায়ের বয়ানের ভিত্তিতেই তাঁর স্বামী এবং ভাসুরপোর নাম রাখা হয়েছে এফআইআরে। আরও জানা গিয়েছে মৃতার মা এর বয়ানে, তাঁর স্বামীর সামনেই পোড়ানো হয়েছিল মেয়ের মৃতদেহ। এছাড়াও আরও দুজন সেখানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজন তাঁরই ভাসুরপো।

আইন অনুযায়ী, রাতারাতি লুকিয়ে ধর্ষিতার মৃতদেহ পোড়ানো মানে তা প্রমাণ লোপাটের চেষ্টা। আর সেই কারণেই দেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে থাকায় নির্যাতিতার বাবা ও ভাসুরপোর নাম রয়েছে এফআইআরে। ঘটনাস্থলে থাকা সকলের নামই এফআইআরে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisements

Leave a Reply