September 10, 2024

নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : শুধু পঠন পাঠনই নয়। খেলাধূলা ও শরীরচর্চার মধ্য দিয়েও সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র-শিক্ষকদের নিয়ে আয়োজিত হল এক প্রীতি ফুটবল খেলা, নিউবারাকপুর অগ্রদূত সংঘ এর ময়দানে। মঙ্গলবার বিকালে নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের ছাত্র ও শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা হল গত মঙ্গলবার বিকালে।

হালকা বৃষ্টি ভেজা কাদা মাখা মাঠে স্কুল পড়ুয়া ও শিক্ষকদের ফুটবল খেলাকে ঘিরে ছাত্র শিক্ষকদের অভিভাবিকাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মূলত ছাত্রদের ফুটবল খেলায় উৎসাহিত করতে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন পাল। শিক্ষকরা ৩-২ গোলে ছাত্রদের পরাজিত করেন।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

শিক্ষকদের পক্ষে জয়সূচক গোল তিনটি করেন শিক্ষক পঙ্কজ কুমার পাল, দেবদাস মাহাতো এবং প্রসেনজিৎ দাস। ছাত্রদের পক্ষে গোল দুটি করে অষ্টম শ্রেণীর ছাত্র প্রদীপ দত্ত এবং দশম শ্রেণীর ময়ূখ দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস জানান শুধু পুথিগত বিদ্যাশিক্ষা নয় খেলাধূলার মধ্যে দিয়ে সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে, বিশেষত ফুটবল খেলায় ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশ অতীব প্রয়োজন।

খেলায় হার-জিৎ তো আছেই। ছেলেরাও বৃষ্টি ভেজা কাদা মাখা মাঠেও অতি উৎসাহের সাথেই খেলেছে। আর চেষ্টা করেছে গোল পরিশোধের। ছাত্রদের এইভাবেই উৎসাহিত করতেই এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। তবে বাঙালির প্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রাখতে বিদ্যালয় সদা সর্বদা সচেষ্ট। এদিন এর প্রীতি ফুটবল ম্যাচ খেলার পরিচালনায় ছিলেন রেফরি প্রলয় সরকার।

Advertisements

Leave a Reply