January 23, 2025

তীব্র ভূমিকম্পে বিপর্যস্ত নেপাল-তিব্বত, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ : সাতসকালে কলকাতায় ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। যার উৎসস্থল নেপাল। সে সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ ভালোই। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই একাধিক জায়গায় পরপর ৫ বার আফটার শক (After shock) অনুভূত হয়। সকাল ৭টা ২মিনিটে প্রথম আফটার শক অনুভূত হয়। এখনও অব্দি পাওয়া সূত্রের খবর অনুযায়ী মৃতের সংখ্যা শতাধিক।

সেই সময়ে কম্পনের মাত্রা ছিল ৪.৭। এরপরে পরে আরও তিনবার আফটার শক অনুভূত হয়। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে আজ। রাজ্যে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। তীব্রতা অনুযায়ী ভূমিকম্পকে চারভাগে ভাগ করা হয়৷ রিখটার স্কেলে ৪.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন৷ ৫ থেকে ৬.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন৷ ৭ থেকে ৭.৯ মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প৷

আর ৮ মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন৷ শীতের সকালে কেউ কেউ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ ছিলেন অফিসের কাজে, কেউ ছিলেন মর্নিং ওয়াকে, আচমকা কম্পন কিছুক্ষণের জন্য যেন সব কিছুকে থমকে দেয়। ভয়ের হিমেল স্রোত বয়ে যায় শিড়দাঁড়া বেয়ে! অজানা বিপদের সঙ্কেত পেয়ে অফিস খালি করে নেমে পড়েন অনেকেই। কলকাতায় অনেকে কম্পন বুঝতে না পারলেও, নেপালে (Nepal) ঘরবাড়ি ছেড়ে অনেকেই নেমে আসেন রাস্তায়। 

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৫:৪১ নাগাদ নেপাল-ভূটান (Nepal-Bhutan) সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়, তারপর পর পর ৫ বার আফটারশক হয়। এই ভূমিকম্পের জের ভারত এর বিভিন্ন জায়গা সহ কলকাতাতেও অনুভূত হয় ৬:৩৫-৬:৫৮ নাগাদ। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। নেপালে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল (Richter scale)। ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চলছে উদ্ধারকার্য।

Advertisements

Leave a Reply