১০০ মিলিয়ন ফলোয়ারের মাইলস্টোন ক্রস করলেন নরেন্দ্র মোদী
HnExpress ওয়েবডেক্স নিউজ : তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে জয়ী হয়ে আরেকটি মানদণ্ড স্থাপন করলেন নরেন্দ্র দামোদর মোদী (Narendra Damadar Modi)। তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ১০০ মিলিয়নেরও বেশি অনুসরণকারী সহ বিশ্বের সর্বাধিক অনুসরণযোগ্য নেতা হয়ে উঠেছেন।
টুইট্যার X-তে বিভিন্ন ভারতীয় (Indian) রাজনীতিবিদদের অনুগামীদের তুলনা করার সময়, প্রধানমন্ত্রী মোদি সংখ্যার দিক থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর যেখানে ২৬.৪ মিলিয়ন অনুসারী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ২৭.৫ মিলিয়ন।
অন্যদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের ১৯.৯ মিলিয়ন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭.৪ মিলিয়ন অনুসারী রয়েছে। সেদিক থেকে অনেক বেশি অনুসরনকারী তৈরী করে ফেলেছেন পরপর তিনবার বিজয়ী ভারতের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী তা বলাই বাহুল্য।