নবব্যারাকপুরে নবরূপে চালু হলো মিউচুয়াল ইউনিটি সেন্টার লাইব্রেরি—
HnExpress নিজস্ব প্রতিনিধি, নবব্যারাকপুর ঃ গতকাল নববারাকপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের মিউচুয়াল ইউনিটি সেন্টার লাইব্রেরির নবকলেবরে উদ্বোধন অনুষ্ঠান সুসম্পন্ন হলো। পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দ্বার উদঘাটনের মধ্য দিয়ে এই নবরূপে সুসজ্জিত পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মুখ্য প্রসাশক প্রবীর সাহা, ওয়ার্ড কো-অর্ডিনেটর সুখেন মজুমদার, উপ-মুখ্য প্রশাসক মিহির দে, প্রশাসক মন্ডলীর সকল সদস্যবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও অগুনতি মানুষ। এই পাঠাগারে মূল আকর্ষণ, অসংখ্য পাঠ্য পুস্তক সহ বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
পাঠাগারটি বর্তমানে নববারাকপুর পৌরসভার দ্বারাই পরিচালিত হবে বলে জানালেন মুখ্য প্রসাশক প্রবীর সাহা। এদিন এই মিউচুয়াল লাইব্রেরির নবকলেবরে উদ্বোধন অনুষ্ঠানে এলাকার বহু স্বজ্জন মানুষের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল।