তিলোত্তমার নয়া মেয়র হিসেবে পুনরায় জনাব ফিরহাদ হাকিমেই ভরসা মুখ্যমন্ত্রীর

0


HnExpress নিউজডেক্স ব্যুরো রিপোর্ট ঃ সম্প্রতি শেষ হলো কলকাতা পুরনিগমের নির্বাচন, যার ফলাফলে সবুজের বন্যায় ভেসে যায় মহানগরী। তারপর বেশ কয়েক ঘন্টা উৎকন্ঠায় কাটে নব্য মেয়র হিসেবে কে আসীন হতে চলেছে তার ঘোষণা নিয়ে! অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ফের তিলোত্তমার মেয়রের আসনে স্বমহিমায় বসলেন জনাব ফিরহাদ হাকিম। আর চেয়ারপার্সন পদে আসীন হলেন মালা রায়।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নবনির্বাচিত মেয়র এবং চেয়ারপার্সন এর নাম ঘোষণা করেন। কলকাতা পুরনিগমের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় ঘাসফুল শিবির। আর তারপরই বৃহস্পতিবার সেই নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী তথা তৃনমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র ভবনে দলের নেতাদের সঙ্গে এদিন বৈঠকে মমতা সরাসরি বলে দিলেন, ”এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতে আর কোথাও করে দেখাতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশকে ধন্যবাদ এত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করানোর জন্য। তিনি আরও বলেন যে, আমরা যত জিতব, ততই নম্র হব। কারণ অহংকারের জায়গা তৃণমূলে নেই।” তৃণমূলনেত্রী যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা এদিন স্পষ্টত বুঝিয়ে দিলেন তিনি।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply