September 12, 2024

দক্ষিনবঙ্গে পিছিয়ে গেলো বর্ষা, এখনই সম্ভাবনা নেই স্বস্তির বৃষ্টির —

0
Advertisements

 

 

 

HnExpress ওয়েদার রিপোর্ট ঃ ভ্যাপসা গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। কোথাও কোথাও আবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরী হয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর! তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া সূত্রে জানা গেছে, সোম, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

 

 

 

এমনকী, সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে বাংলার পশ্চিমের জেলাগুলিতে গরমের অস্বস্তি আরও বাড়বে বলেই আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা থাকছে। বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বৃহস্পতিবার আবহাওয়া ভোল বদলাতেও পারে। ওই দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও আংশিক বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহ থেকে মুক্তি নেই।বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যেও জারি থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তবে এর সাথে বর্ষার (Monsoon) কোনো যোগ নেই বলেই মনে করছে আবহাওয়াবিদরা। ফলে এখনই স্বস্তির বৃষ্টি নিয়ে কোনো আশা দেখাচ্ছে না হাওয়া অফিস।

 

 

Advertisements

Leave a Reply