Site icon HIGHLIGHT NEWS EXPRESS

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আবারও উদ্ধার টাকার পাহার


টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও মিললো মোটা টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হল ৫টি কাউন্টিং মেশিন।



HnRxpress নিজস্ব প্রতিনিধি, বেলঘরিয়া ঃ গত শুক্রবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটে ইডি হানা দিয়ে ২১ কোটির বেশি টাকার খোঁজ পেয়েছিল। পাশাপাশি পাওয়া যায়, গয়না, বিদেশি মুদ্রা এবং সরকারি স্ট্যাম্প লাগানো খাম সহ নানান নথিপত্র।



এরপরেই আজ বুধবারও ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাবটাউনের আরেক আবাসনের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) গোয়েন্দারা। রীতিমত দরজার তালা ভেঙে সেখানে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, একটি ফ্ল্যাট থেকে টাকার হদিশ মিলেছে।



এসবিআই-এর হেড অফিস থেকে আনা হয়েছে টাকা গোনার জন্য ৫টি মেশিন সহ ডেকে আনা হয়েছে ব্যাঙ্ককর্মীদের। ক্লাবটাউন আবাসন থেকে কত টাকা উদ্ধার হয়েছে, তা নিয়ে কৌতুহল দানা বাঁধছে। মনে করা হচ্ছে, দুটি ফ্ল্যাটে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হলেও হতে পারে। এখনও টাকা গোনার কাজ চলছে।

Exit mobile version