ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্রকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
HnExpress ১৯শে ডিসেম্বর, অরূপ অধিকারী, হাবরা, উত্তর ২৪ পরগনা ঃ ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্রকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন হাবরায় বঙ্গধ্বনি অনুষ্ঠানে আসেন তিনি। আর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বললেন, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল। ভীষণ ভালো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এরপরই তিনি বলেন, বর্তমানে এই সব বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো।
যে বন্ধু পদে পদে দলের সাথে বেইমানি করে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য দলে যোগ দেয়, সে আবার কিসের বন্ধু? অসুস্থ থাকাকালীন তাঁকে আমি কোন টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারিনি ঠিকই। কিন্তু অফুরন্ত ভালোবাসা দিয়ে ছিলাম। বারংবার খোঁজ নিয়েছিলাম তাঁর। চিকিৎসকদের সাথে তাঁর অসুস্থতার বিষয় নিয়ে কথা বলেছিলাম।
কারণ ওটা আমার দায়বদ্ধতা ছিল একই দলের সহকর্মী, সহযোদ্ধা হিসাবে। কিন্তু তার প্রতিদানে দলকে সে কি দিল? আজ শুক্রবার হাবারায় বেশ কয়েকটি ওয়ার্ডে বঙ্গধ্বনি অনুষ্ঠান পালিত হয়, সেই অনুষ্ঠানে এসে এদিন রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন খাদ্যমন্ত্রী।