September 9, 2024

প্রচন্ড দাবদাহের মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া অফিসের

0
Advertisements

 

বঙ্গে ঢুকবে জলীয় বাষ্প, বৃষ্টি অনিবার্য, কিন্তু কবে? এবারে সেই দিনক্ষণ জানিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। এবার আস্তে আস্তে কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ দক্ষিণ দিকে আসবে। যার প্রভাবে গাঙ্গেয় বঙ্গে হু হু করে ঢুকবে জলীয় বাষ্প, ফলে বৃষ্টি অনিবার্য। এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা।

 

 

 

HnExpress ওয়েদার রিপোর্ট ঃ আগামী ৫ই মে’র আগে বৃষ্টি নিয়ে কোনো সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর (Meterological Department)। তবে একেবারে সপ্তাহ শেষে, রবিবার থেকে বৃষ্টির দেখা পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রচন্ড দাবদাহে আলু পোড়া হয়ে চাতক পাখির ন্যায় বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গবাসী। তবে এত সহজেই জ্বালাপোড়ার হাত থেকে রেহাই নেই তাদের। আজ থেকে আগামী ৪ঠা মে অব্দি গরমে ঝলসাবে শহর থেকে গ্রাম। এই সপ্তাহেই লোকসভা ভোটের তৃতীয় দফা। তার আগে তাপমাত্রায় (High Temparutre) কোনও বদল নেই।

আলীপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ই মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। যার ফলে কমবে লু (Simoom) এর মারাত্মক দাপট। জানা গেছে, উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার ঠিক বিপরীত অর্থাৎ দক্ষিণ দিকে আসবে। যার প্রভাবেই বঙ্গে বৃষ্টি অনিবার্য। এমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস।

 

 

 

তাপপ্রবাহের রেকর্ড অনুযায়ী — ২০২৪ এর এপ্রিল মাসে এমন লম্বা তাপপ্রবাহের স্পেল আগে কখনো ঘটেনি। এই নিয়ে চলতি মাসে চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গ জুড়ে। যা অতীতের রেকর্ড ব্রেক করে গেছে। বিগত ৯৮ সাল থেকে ২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ (Heatwave) চলেছিল। কিন্তু ২৪ সালের আজ অব্দি ধরলে এপ্রিলে মোট ৯ দিনের টানা তাপপ্রবাহ বিগতকে ছাপিয়ে গেছে। বিগত রেকর্ড বলছে, ২০০৯ সালের এপ্রিলে ২টি তাপপ্রবাহ স্পেল ছিল, পর পর ৪ দিন করে মোট ৮ দিন। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তীব্র তাপপ্রবাহ।

দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি না দিলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে খুশির খবর। আগামীকাল দার্জিলিং সহ কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। পরের দিন ১লা মে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে তা খুব বেশিক্ষণ বা জোরালো বৃষ্টির নয়। বলা যায় সাময়িক স্বস্তি মিলবে এতে। আপাতত উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে তেমন করে তাপপ্রবাহের লাল সতর্কতা (Red Alert) আর নেই। তবে দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ থাকবে।

তবে এই সপ্তাহের ৫ দিন তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা থেকে এখনই রেহাই পাচ্ছে না দুই মেদিনীপুর সহ দুই বর্ধমান এবং বাঁকুড়া। পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় রয়েছে মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা (Orange Alert)। তবে সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এতে তাপপ্রবাহের মাত্রায় কোনো হেরফের হবে না। ফলে আপাত দৃষ্টিতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এখনই মুক্তি পাচ্ছে না তীব্র তাপপ্রবাহ থেকে।   

Advertisements

Leave a Reply