December 11, 2024

প্রার্থী নির্বাচন সমস্যা কাটিয়ে নিজের খাস তালুকে প্রচার মদনের, কালই চার জেলায় ভোটের রায়

0
Img 20220213 Wa0001.jpg
Advertisements


HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, কামারহাটি ঃ কালকেই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালের চারটি জেলার ভোট সদ্য শেষ হয়েছে। দার্জিলিং জেলার শিলিগুড়ি পুরনিগম, হুগলি জেলার চন্দননগর পুরনিগম, উত্তর ২৪ পরগনার বিধাননগর পুরনিগম এবং পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগমের ভোটের আবহাওয়া যে খুব একটা সুখকর ছিলো না তা না বললেও চলে। ভোটের আগেই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের মধ্যে।

তবে অসন্তোষ কাটিয়ে উঠতে খুব বেশী দিন সময় লাগেনি। সেই অসন্তোষের ঢেউ থেকে বাদ যায়নি কামারহাটি পুরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডও। কামারহাটি মদন মিত্রের খাস তালুক বলেই জানে রাজনৈতিক মহল। আজ সেই খাস তালুকে মদন মিত্রকে জিপের মাথায় চেপে ভোটের প্রচার করতে দেখা যায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ বিধায়ক মদন মিত্রের উদ্যোগে কামারহাটি মোড় থেকে সুসজ্জিত বিশাল শোভাযাত্রা নিয়ে প্রচার সম্পূর্ণ করে।



এই শোভাযাত্রাটি কামারহাটি পৌরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত পরিক্রমা করে। প্রচার শেষে বিধায়ক মদন মিত্র সাংবাদিকদের জানান যে, কামারহাটি পুরসভার ৩৫টি আসনের মধ্যে ৩৫টি আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে, কাল দার্জিলিং জেলার শিলিগুড়ি পুরনিগম, হুগলি জেলার চন্দননগর পুরনিগম, উত্তর ২৪ পরগনার বিধাননগর পুরনিগম এবং পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগমের ভোটের রায় বের হবে।



জানা গেছে, কাল সকাল ৮টা থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা শুরু। বিধাননগরে ৮ থেকে ১৪ রাউন্ডে হবে গণনা। আসানসোলে ২২ রাউন্ড, চন্দননগরে ৬ থেকে ১১ রাউন্ডের গণনা, শিলিগুড়িতে ৬ থেকে ৭ রাউন্ডের গণনা হবে। প্রথমে ভোটকর্মীদের দেওয়া ভোটের গণনা, তার পর শুরু হবে ইভিএম গণনা। সব কিছুই দুপুর ১টার মধ্যে শেষ হবে বলে কমিশন সূত্রের খবর।

Advertisements

Leave a Reply