লাঠি-শাবল নিয়ে দিলীপ ঘোষের বাড়ি ভাংচুর করলো কুড়মি আদিবাসী সম্প্রদায়
HnExpress নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করলেন কুড়মি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বাংলোর মেন গেট লাথি মেরে খুলে ফেলে। বাংলোর সামনে বাগানে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। নষ্ট করে ফুলের টব। গাছ উপড়ে দেয়। তাঁদের দাবি দিলীপ ঘোষকে নিঃশর্ত ভাবে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।
বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতা দিলীপ ঘোষের ব্যবহারের উপর অসন্তুষ্ট হয়ে রয়েছে কুড়মি সমাজ। সম্প্রতি’কুড়মিদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ‘কাপড় খুলে নেবো সব’, এই বেফাঁস মন্তব্য ঘিরেই কুড়মিদের মধ্যে আরও বেশি ক্ষোভ জমা হয়েছিল। ভাংচুর চালিয়ে সেই ক্ষোভেরই প্রকাশ ঘটালো বুধবার।
এদিনের বিক্ষোভে সামিল ছিলেন কুড়মি সমাজের শীর্ষ নেতা অজিত মাহাত। বিক্ষোভের সময় অজিতবাবু সাংবাদিকদের বলেন, ‘দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তিনি আরএসএসের ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কুড়মি সমাজের প্রতি এ ধরনের নোংরা মন্তব্য তিনি কীভাবে করতে পারলেন? দিলীপবাবুকে জনসমক্ষে ক্ষমা চাইতেই হবে। নইলে আগামীতে আমরা আরও বড় আন্দোলনের পথে হাটবো।