এবার উত্তরবঙ্গে সুকৌশলী তৃণমূল সভাপতি হলেন কৃষ্ণ কুমার কল্যাণী

0

HnExpress অরুণ কুমার, জলপাইগুড়ি ঃ সুকৌশলী হয়ে ধুরন্ধর চাণক্য নীতি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা ক্ষেত্রে রণনীতি তৈরি করে এগুচ্ছেন জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। ইতিমধ্যেই দল থেকে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করে দলকে শক্তিশালী করার কাজ যেমন তিনি আরম্ভ করেছেন, ঠিক তেমনই মূল পরিপক্ষ বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তিনি।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

তিনি কৃষি বলয়কে শক্ত করার লক্ষ্যে কৃষিজীবী মানুষকে তৃণমূলের ছাতার তলে আনার কাজ শুরু করে দিয়েছেন। একদিন যে নোট বন্দীর ফলে কৃষিজীবী মানুষের উৎপাদিত ফসলের যেমন ক্ষতি হয়েছিল, তেমনি এই জেলা থেকে বিজেপিতে সংখ্যা বাড়ছে এই দাবিও তিনি মানতে নারাজ। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই তৃণমূল জেলা সভাপতি দলকে নতুনভাবে সাজাতে তিনি যথেষ্ট কৌশলী ভূমিকা নিয়েছেন বলে ওয়াকিবহল মহলের ধারণা। এখন দেখার বিষয় নুতন সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী’র অভিজ্ঞতা কৌশল আগামী দিনে জেলায় কি সাফল্য নিয়ে আসতে চলেছে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply