September 18, 2024

মেয়েদের “রাত দখল” কর্মসুচিতে সামিল কলকাতা মেট্রো রেল

0

Oplus_131072

Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মেয়েদের “রাত দখল” কর্মসুচিতে সামিল কলকাতা মেট্রো রেলও (Kolkata Metro Rail)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে কলকাতা সহ প্রতিটি জেলার বিভিন্ন প্রান্তের রাস্তায় নামছে মেয়েরা। শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হবেন তারা। রাতভর রয়েছে নানান কর্মসূচি। এর মধ্য দিয়েই তাঁরা ৭৬তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচিতে যোগ দিতে ছেলেমেয়ে, দলমত নির্বিশেষে আজ বহু মানুষ রাস্তায় নামবেন। সে কারণেই বাড়তি মেট্রো (Metro) ট্রেনের ব্যবস্থা রাখচ্ছে কলকাতা মেট্রো রেল।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,  শেষ মেট্রোর সময়ে পরিবর্তন হচ্ছে না। ১০টা ৪০ মিনিটেই শেষ মেট্রো চলবে। তবে তার আগে বাড়তি দুটো ট্রেন দিচ্ছে মেট্রো রেল। বুধবার কলকাতার মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, গত দু-তিন দিন ধরে বিভিন্ন সংস্থার থেকে মেল পেয়েছি আজ অর্থাৎ ১৪ অগস্ট রাতে একটা বিশেষ জমায়েতের জন্য মেট্রো সার্ভিস দিতে অনুরোধ করা হয়েছিল। সে কারণেই মেট্রো সার্ভিসের কিছু পরিবর্তন আনা হয়েছে। দমদম ও কবি সুভাষ অব্দি শেষ মেট্রো যেটা চলে সেটা ১০টা ৪০ পর্যন্ত সেটাই চলবে। তার কোনও পরিবর্তন হচ্ছে না।

তবে তার আগে দুটো মেট্রো আমরা দিচ্ছি। রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো (Metro) চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। এরপর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে থাকবে। সমস্ত বুকিং কাউন্টার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্তই খোলা থাকবে। অর্থাৎ শেষ মেট্রো পর্যন্ত সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। রাতের যাতে কোথাও কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে।প্রসঙ্গত, কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ (Rape) করে নৃশংসভাবে খুন।

 

এই ঘটনায় কলকাতা মহানগরীর বুকে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই আবহে এবার রাত দখলের কর্মসূচি নিয়েছে এই শহরের মা দুর্গারা। আজ থেকেই রাজ্যে দেবীপক্ষের সূচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে দেখা যাচ্ছে পোস্টারে লেখা রয়েছে ‘মেয়েরা রাত দখল করো। The Night is Ours।’ জাস্টিস ফর আর জি কর স্লোগান দিয়ে ১৪ই অগাস্ট রাত ১১:৪৫ মিনিটে যাদবপুর, কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বর সহ প্রতিটি জেলার বিভিন্ন প্রান্তে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। 

Advertisements

Leave a Reply