September 8, 2024

বিজয় আর মিলারের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কে.কে.আর উড়ে গেলো ইডেনে

0
Advertisements


HnExpress ২৯শে এপ্রিল, শিখা দেব, কলকাতা ঃ বড় আশা নিয়ে ইডেনে এসেছিলেন দর্শকবৃন্দ, কলকাতা নাইট রাইডার্সের জয় দেখতে। সেই আশা কিন্তু এদিন অধরাই থেকে গেলো। গুজরাত টাইটানস দল সাত উইকেটে হারিয়ে দিল কলকাতাকে।

বৃষ্টি হওয়ায় খেলা দেরিতে শুরু হয়। আন্দ্রে রাসেল দারুন ব্যাট করলেন। তার জন্মদিনে দর্শকরা দুটো বড় ছক্কা দেখলেন। কলকাতা ১৭৯ রান করে। ভাবা হয়েছিল হয়তো গুজরাত টার্গেটে পৌঁছাতে পারবে না।



কিন্তু শুভমান ভালো রান উপহার দেওয়ার পরে বিজয় শংকর আর মুলারের দুরন্ত ব্যাটিংয়ে গুজরাত তিন উইকেট হারিয়ে ১৮০ রান তুলে নিয়ে সাত উইকেটে জয় নিজেদের দখলে নিয়ে নেয়। এই জয় গুজরাতকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ কিছুটা এগিয়ে দিলো তা বলাই বাহুল্য।

Advertisements

Leave a Reply