‘সৃষ্টিতেই খুঁটির জয়’, যোধপুর পার্ক কালচারাল এ্যাসোসিয়েশন এর চিন্তা ভাবনায়

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ অনেকেই বলেন, জগন্নাথের রথের দড়িতে টান পড়লেই নাকি উমা মায়ের আগমনী বার্তা শোনা যায়। প্রাচীন রীতি মেনে সব কিছু না হলেও বর্তমানে মণ্ডপের প্রথম খুঁটি স্থাপনও করা হয় বেশ স্বাড়ম্বরে ও নিষ্ঠার সঙ্গেই। তবে উৎসব প্রিয় বাঙালির সারা বছরের এই উৎসবের তালিকায় দশভুজার আগমনের সূচনা করতেই এই খুঁটি পুজোর আয়োজন। আর সেই খুঁটি পুজোর উৎসবের জোয়ারে গা ভাসালো যোধপুর পার্ক কালচারাল এসোসিয়েশন এর দুর্গোৎসব কমিটি, যাকে এক কথায় বলা যায় — “সৃষ্টিতেই খুঁটির জয়।”

নিজস্ব চিত্র

রবিবার, ৪ঠা আগস্ট মূল উৎসব প্রাঙ্গনে এই অনুষ্ঠানটির উপস্থাপনা করা হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র পরিষদ তথা পুজো কমিটির প্রধান উপদেষ্টা রতন দে, সভাপতি ডঃ অভিজিৎ ব্যানার্জি ও সৌমজ্যোতি সেন সহ এলাকার প্রায় সকল নাগরিকবৃন্দ। এবছরে তাদের খুঁটি পুজোর থিম স্বরূপ ভাবনায় রয়েছে — ‘খুঁটির জোরে নয়, সৃষ্টিতেই জয়’। তবে এই বছর ঠিক কি ধরনের থিমে মন্ডপ ও মুর্তি সজ্জা হবে তা জানতে গেলে অবশ্যই ৪ঠা অক্টোবর অব্দি অপেক্ষা করতেই হবে সমস্ত অনুরাগীদের।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এবছর এই মণ্ডপ সজ্জার সমগ্র পরিকল্পনায় রয়েছেন সৌম্যজ্যোতি সেন, অনিন্দিতা সূর এবং প্রতিমায় পশুপতি রুদ্র পাল। কমিটির সভাপতি ডঃ অভিজিৎ ব্যানার্জী এদিন সংবাদমাধ্যমকে জানান, মণ্ডপের আতিশয্য বজায় রাখতে ও তার পাশাপাশি নিরাপত্তার দিকে থেকেও লক্ষ্য রাখায় কোনরূপ ত্রুটি রাখবেন না তারা। অন্যদিকে সহ সভাপতি শ্যামল ঘোষ জানান, থিম দিয়ে মণ্ডপ সাজলেও তাতে পুজোর সাবেকিয়ানায় কোন খামতি থাকবে না এবছরেও।

নিজস্ব চিত্র

এদিন বিশেষ আকর্ষণ হিসেবে এক অসাধারণ খোল প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। তবে প্রতি বছরের মতো এই বছরেও মণ্ডপ প্রাঙ্গণ হয়ে উঠবে এক মহা মিলনক্ষেত্র, এমনটাই আশা রাখচ্ছেন পুজো কমিটির উদ্যোক্তারা। তবে প্রতি বছরের মতো যে এবছরেও কিছু বিশেষ চমক অপেক্ষা করবে দর্শনার্থীদের জন্য, তা বলাই বাহুল্য।

নিজস্ব চিত্র
FacebookTwitterShare

Leave a Reply Cancel reply