স্কুলের মধ্যেই চলছে অশালীনতা, ফেসবুকে ভাইরাল হলো সেই দুই ছাত্র-ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত
HnExpress ওয়েবডেক্স নিউজ, হুগলি ঃ স্কুলের মধ্যেই অশালীনতা? হ্যাঁ দুই ছাত্রছাত্রীর মধ্যে এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সহ ছবি ভাইরাল হলো ফেসবুকে। তাও সেটা এরাজ্যেরই একটি স্কুলে। দুই স্কুল পড়ুয়ার এমন কুরুচিপূর্ণ কাণ্ডে বিপাকে পরল হুগলির মগরা বাগহাটি রামগোপাল ঘোষ হাইস্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্লাসরুমের মধ্যেই আলিঙ্গনরত অবস্থায় বসে আছে এক ছাত্র এবং তার প্র্রেমিকা ছাত্রী। তাদের ঘনিষ্ঠতার মাত্রা এতটাই কুুুুরুচিপূর্ণ ছিল যা যা সত্যিই সহ্যের সীমা অতিক্রম করে গেছিল। আর এই ধরনের ঘটনার ফলে এবং সর্বোপরি সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটি এবং শিক্ষকেরা যারপরনাই লজ্জিত ও অপমানিত হয়েছেন।
কখনও কখনও তাদের ঘনিষ্ঠতার দৃশ্য গুলি ছাড়িয়ে যাচ্ছিল শালীনতার মাত্রা। তাও আবার দু’জনই হলো অপ্রাপ্তবয়স্ক পড়ুয়া। ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় হুগলির মগরা এলাকায়। জানা যায়, ছেলেটি দ্বাদশ শ্রেণির কমার্সের পড়ুয়া আর মেয়েটি একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও রয়েছে। এর আগেও এমন দেখা গিয়েছে তাঁদের, তবে এবার স্কুলেরই অন্য পড়ুয়ারা ভিডিওটি মোবাইলে তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। ঘটনার পর ওই দুই ছাত্র ছাত্রী কে স্কুলে আসা থেকে সাসপেন্ড করা হয়েছে।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
যদিও তাদের ভবিষ্যৎ নষ্ট না হয় সেদিকেও নজর রেখে পরীক্ষায় বসার অনুমতি দেবে স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুলে তারা যাতে না আসে সে এবং স্কুলের পরিবেশ কোনো ভাবেই আর যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আলোকপাত করতে তাদের দুই জনেরই অভিভাবকদের লিখিত ভাবে জানানো হয়েছে। তবে স্কুলের প্রতক্ষ্যদর্শীদের বয়ান, মাঝে মাঝেই নাকি তাঁদের স্কুলে এমনতর ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। তবে, বৃহস্পতিবার তাদের সহপাঠীরাই এই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
এদিকে আগুনের মত ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন অভিভাবকরাও। এই ঘটনায় তাঁরা শিক্ষা প্রতিষ্ঠান এর পরিবেশ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। তাদের বক্তব্য, স্কুলে আবারও এক সুস্থ পরিবেশ ফেরাতে স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিতে হবে স্কুল কর্তৃপক্ষকেই। এমনকি এর আগে স্কুল চত্বরে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকলেও, এখন থেকে প্রত্যেকটা ক্লাস রুমেও সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।