অসুস্থতার জন্য চিকিৎসাধীন ভারতের প্রতিভাবান প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলে
এক সময়ের বিশ্ব রেকর্ড করা দুই জুটি, শচীন টেন্ডুলকার এর সেই সহ যোদ্ধা ভারতের প্রতিভাবান ব্যাটসম্যান বিনোদ কাম্বলে শারীরিক ভাবে অসুস্থ।
HnExpress রাজ ঘোষাল, কলকাতা ঃ ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলে (Binod Kumble), শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পুরোপুরি সংকটমুক্ত নন ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটার। যদিও তাঁর অবস্থা আপাতত কিছুটা স্থিতিশীল। বেশ কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে, সেই সব মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিশদে তার শারীরিক অবস্থার খুঁটিনাটি জানতে পারা যাবে।
শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে মুম্বাইয়ের (Mumbai) থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ সচিন তেন্ডুলকরের বন্ধু তথা প্রাক্তন ব্যাটিং পার্টনার। জানা গেছে অতিরিক্ত মদ্যপানের জেরেই তাঁর দিক থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই।
সম্প্রতি তাঁদের প্রাক্তন কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের (Rama kanta Acharekar) মূর্তি উন্মোচনের দিন মুম্বইয়ের শিবাজি পার্কে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলে। সেখানে তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল, শরীরে অবস্থা মোটেই ভালো নয়। মানসিক দিক থেকেও তিনি যথেষ্ট অবসাদগ্রস্ত ছিলেন। এবার ফের একবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।
এক সংবাদ সংস্থার তরফে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, এখনই পুরোপুরি সংকটমুক্ত নন ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটার (Former Batsman)। তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বেশ কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে, সেই মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে এলেই বিশদে তার শারীরিক অবস্থার খুঁটিনাটি জানতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের পক্ষ থেকে কয়েক মাস আগেই বিনোদ কাম্বলেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কথা বলা হয়েছিল। সুনীল গাভাসকর থেকে কপিল দেব, সকলেই তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে আসার কথা জানিয়েছিলেন। যদিও কপিল দেব (Kapil Dev) তখনই জানিয়েছিলেন, তাঁরা বিনোদের পাশে দাঁড়াবেন, তবে এক্ষেত্রে তাঁকেও মানসিকভাবে শক্ত হতে হবে এবং নিজের ভালো নিজেকেই চাইতে হবে।
এক মাস আগেই তাঁকে আরও একবার হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তিনি মূত্রজনিত সমস্যায় ভুগছিলেন। জানিয়েছিলেন ছেলে ও মেয়েরা তাঁকে শুশ্রুষা করার চেষ্টা করছিল। তবে তাঁর মাথায় ঘোরায় তিনি পড়ে গেছিলেন। এরপর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেছিল। ২০১৩ সালে হার্টে অস্ত্রোপচারও (Heart disease) হয় বিনোদ কাম্বলের, সেই সময় সচিন তেন্ডুলকর তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ৯ বছরের কেরিয়ারে বিনোদ কাম্বলি দেশের হয়ে খেলেছেন ১৭টি টেস্ট ম্যাচ (Test Match)। খেলেছেন ১০৪টি একদিনের ম্যাচেও। রয়েছে টেস্টে জোড়া দ্বিশতরান সহ চারটি শতরান। টেস্টে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাট দ্বিশতরানের রেকর্ড ছিল কাম্বলের। কিন্তু অসংযমি জীবনযাপনই (Bad Life Style) তাঁকে এমন শারীরিক সমস্যার মধ্যে ফেলে দিয়েছে।