Indian Foreign Secretary in Bangladesh : ঢাকাতেও সুর নরম করলেন না ভারতের বিদেশ সচিব! হিন্দুদের নিয়ে দিলেন স্পষ্ট বার্তা
HnExpress ব্যুরো রিপোর্ট, ঢাকা : ঢাকায় গিয়ে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)। ভারতের বিদেশ সচিব জানান, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ধর্মীয় ও সাংস্কৃতিক জায়গায় যে সব হামলার ঘটনা ঘটছে, তা নিয়েও বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব।
বাংলাদেশের রাজধানী ঢাকায় (Dhaka, Bangladesh) গিয়েও সুর নরম করলেন না ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বরং এতদিন ভারত যে বার্তা দিয়ে আসছিল, সেটা নিজে ঢাকায় গিয়ে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিনের (MD Jasimuddin) কানে তুলে দিয়ে এলেন। প্রায় দু’ঘণ্টা ধরে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করেন।
আর সেই বৈঠকের পরে সোমবার ভারতের বিদেশ সচিব জানান, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ধর্মীয় এবং সাংস্কৃতিক জায়গায় যে সব হামলার ঘটনা ঘটছে, তা নিয়েও বার্তা দিয়েছেন ভারতের বিদেশ সচিব (Indian foreign secretary)। সেইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ভারত যে যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তা নিয়ে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
‘বরাবরই ভারত ও বাংলাদেশের সম্পর্ক (India-Bangladesh Relationship) মানুষ-কেন্দ্রিক’, সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মিশ্রি। তিনি জানান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বরাবরই ভারত ও বাংলাদেশের সম্পর্ক মানুষ-কেন্দ্রিক থেকেছে। অতীতেও ছিল। ভবিষ্যতেও সেরকমটাই থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের বিদেশ সচিব।
এদিন ভারতের বিদেশ সচিব বলেন, ‘আজ খোলামেলা আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে এটা বলেছি যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, পরস্পরের জন্য হিতকর সম্পর্ক চায় ভারত (India)।’ সেইসঙ্গে তিনি জানান, আজ যে আলোচনা হয়েছে, তা ভারত এবং বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আরও বললেন, ‘আজ যে সব মধ্যস্থতাকারীদের সঙ্গে খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে, সেটার প্রশংসা করছি।’