সরস্বতী পুজোর দিন সকালেই ঘটে গেলো এক দূর্ঘটনা

0

HnExpress ২৯শে জানুয়ারী, নিজস্ব প্রতিনিধি, বনগাঁ ঃ আজ দিকে দিকে পূজিতা হচ্ছেন বাক্ দেবী মানে বীণাবাদ্য হাতে বিদ্যার দেবী সরস্বতী। ছোট বড় জল জ্যান্ত সরস্বতীরা শাড়ি পড়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে। আর সেই সরস্বতী পুজোর দিন সকালেই ঘটে গেলো এক দূর্ঘটনা।

বনগাঁর চাদা এলাকার বিনয় কলোনির সামনে আজ সকালে একটি চলন্ত গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে। যদিও জানা গেছে এই ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন ড্রাইভার।

এরপর তাঁকে আহত অবস্থায় এলাকারই কিছু স্থানীয় মানুষ উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চালক এখন চিকিৎসাধীন। এদিকে সূত্র মারফত জানা গেছে গাড়িটি বাগদার দিক থেকে বনগাঁর দিকে যাচ্ছিল। ঘটনা টি ঘটার পরেই গাড়ির আশেপাশে লোকে লোকারণ্য হয়ে যায়।

আজ স্বভাবতই আকাশ ঘন কুয়াশাছন্ন ছিল ও সকালের দিকে বেশখানিকটা বৃষ্টির জন্যই বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনো তার সঠিক কারণ জানা সেভাবে কিছুই যায়নি। এখন ড্রাইভারের জ্ঞান আসার অপেক্ষায় সবাই, কারণ একমাত্র তিনি আসল বিষয়টা ঠিক কি ঘটে ছিল বলতে পারবেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply