January 23, 2025

আগামী দিনে সংখ্যালঘু থাকব না, আমরাই সংখ্যাগরিষ্ঠ হবো : মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের

0
Wp 1734255241936406199632071524898
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : আগামী দিনে আর সংখ্যালঘু থাকব না, আমরাই সংখ্যাগরিষ্ঠ হবো, এমনই মন্তব্য ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। ফের একবার বিতর্কিত মন্তব্যের অভিযোগ কলকাতা পুরনিগমের মেয়র জনাব ফিরহাদ হাকিমের বিরুদ্ধে৷ ‘ফিরহাদ 30’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে এদিন ফিরহাদ হাকিম মন্তব্য করেন, একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হব৷ আর তাঁর এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি (opposition Parties)৷

উল্লেখ্য, এর আগেও ওয়াকফ নিয়ে একটি সভায় ফিরহাদের (Firhad) বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল৷ ফের শনিবার ফিরহাদ ওই অনুষ্ঠানে বলেন, “পশ্চিমবঙ্গে আমরা ৩৩ শতাংশ রয়েছি৷ আর গোটা দেশে ১৭ শতাংশ৷ তাই আমাদের সংখ্যালঘু (Minority) বলা হয়৷ কিন্তু, আগামি দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না৷ আমরাই সংখ্যাগরিষ্ঠ (Majority) হব৷ এখন আমাদের সঙ্গে অন্যায় হলে, রাস্তায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি৷ কিন্তু, এমন দিন আসবে যখন আমরা বিচার দেব৷ আমাদের সেই জায়গায় পৌঁছতে হবেই৷”

Wp 17342552344306402163765697062823

ফিরহাদ হাকিমের এই ধরনের বিতর্কিত মন্তব্যের সামলোচনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ফিরহাদ৷ তিনি বলেন, “কলকাতা হাইকোর্টে সংখ্যালঘু দুই-তিনজন বিচারপতি রয়েছেন৷ কিন্তু এটা হওয়া উচিত নয়৷ আমাদেরকে ওই জায়গায় পৌঁছতেই দেওয়া হয়নি৷ আগামি দিনে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব৷”

এরপরই রাজ্যের শাসকদলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মুজমদার (Sukanta Majumdar)৷ ফিরহাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন তিনি৷ বাংলায় বিদ্বেষের রাজনীতি করার অভিযোগ তুলেছেন সুকান্ত৷ বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) বলেন, “ববি হাকিমের কথা কতটা ভয়ংকর এবং বিদ্বেষমূলক সেটা ভাবতে পারছেন না৷ আমরা জানতে চাই তৃণমূলের সবকিছু কি হুমায়ূন আর ববি?

Wp 17342552096268418963411242688240

দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হলে, তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে৷ জনসংখ্যার জোরে ক্ষমতা দখলের কথা ভাবছে৷ এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর (Chief Minister) বিবৃতি দাবি করব৷ উনি কি অবিলম্বে ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা ও মেয়র পদ থেকে সরাবেন, সেটা জানতে চাই৷” অন্যদিকে শৌর্য দিবসে বাংলাদেশ ইস্যুতে সাধু সমাজের সঙ্গে পথে শুভেন্দু, কটাক্ষ করেন ফিরহাদ। রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতা পুরনিগমের মেয়রের মতো পদে থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এমন বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেন অনেকেই।

যার মধ্যে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন যে, “রাজনীতি ও ধর্মের মিশেল করে আরএসএস (RSS)৷ আর তাদের সহকারী দল হল তৃণমূল কংগ্রেস৷… আসলে সবটাই চক্রান্তের অঙ্গ৷ শুরু হয়েছে নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে৷ নন্দীগ্রামের কারখানা গুজরাতে গিয়েছে৷ নয়াচরে কেমিক্যাল হাব (Chemical Hub) হয়নি৷ মানুষ বেকার থেকেছে৷…

সাংবিধানিক পদ ও প্রশাসনিক পদের মর্যাদা নিয়ে কিছু যায় আসে না ওদের৷ “কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী (Suman Roy Chaudhary) বলেন, “মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম সংবিধানে হাত রেখে শপথগ্রহণ করেছেন৷ ওঁর মুখে বারেবারে ধর্মীয় জিগির মানায় না৷ এর তীব্র নিন্দা করছি আমি৷ উনি এর আগেও এরকম কথা বলেছেন৷ এইভাবে দু-একবার ভোট পেতে পারেন, চিরকাল নয়৷ আর সেই জায়গা গ্রাস করবে বিজেপি (BJP)৷ আসলে দুই দলের ধর্মীয় মেরুকরণের খেলা সবটাই এক৷’’

Advertisements

Leave a Reply