January 21, 2025

প্রবীণ ফুটবল যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করলো আইএফএ

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ সেই সব ফুটবল যোদ্ধারা জীবনকে উৎসর্গ করেছিলেন খেলারমাঠে। সোনালী দিনগুলোর কথা একবারের জন্যও ভাবেননি। ফুটবলের স্বার্থে অন্য কিছু ভাববার অবকাশ হয়নি। বাংলার ফুটবলকে কীভাবে আরও উন্নত করা যায় সেই লক্ষ্যে ভোরের আলো ফুটতেই ময়দানে ছুটে আসতেন তাঁরা। ধ্যান জ্ঞান বলতেই ছিল ফুটবল।

এমন মানুষদের আজ কতজন মনে রাখেন? এখন হয়তো বয়েসের ভারে তাঁরা মাঠে না এলেও মন পড়ে থাকে খেলায়। সেই সব প্রবীণ ফুটবল যোদ্ধা বা কর্মকর্তাদের শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্বর্ধনা দেওয়া হলো আইএফএ’র পক্ষ থেকে। সম্বর্ধনা মঞ্চে আলো করে বসেছিলেন তারকা কর্মকর্তারা।



এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি মিত্র, কার্তিক চন্দ্র সুর, মৃণাল চক্রবর্তী, অজয় গাঙ্গুলি, সুনীল মুখার্জি, দিলীপ নারায়ণ সাহা, বিদ্যুৎ কুমার সেন, জয়দেব ঘোষ, আমির কুমার সাহা, দিলীপ ঘোষ ও অজয় শ্রীমানি। এঁদের হাতে স্মারক ও উপহার তুলে দেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, অমিত ভদ্র, কার্তিক শেঠ, মানস ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, নাসির আমেদ, বিদেশ বসু ও প্রসুন ব্যানার্জি।

উপস্থিত ছিলেন আইএফএ এর সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম, সুফল গিরি সহ অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি।

Advertisements

Leave a Reply