যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করে দিলো ICC
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (NCL) নিষিদ্ধ করে দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ (Cricbuzz) জানিয়েছে, আইসিসির (ICC) তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরই যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (NCL) খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও (Shakib Al Hasan)। লস অ্যাঞ্জেলেস ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি যুক্তরাষ্ট্রের লিগ। এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে।
বেশ কিছু ম্যাচে ৬/৭ জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। পিচের অবস্থাও খুবই খারাপ ছিল। টুর্নামেন্টের (Tournament) কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বোলিং (Spin Bowling) করতে, যাতে এই ধরনের উইকেটে খেলতে গিয়ে ব্যাটাররা চোট না পান।
সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার (America) লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই (Sports Visa) ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লাখ রুপি খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি।
আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম (wlWasim Akram) এবং ভিভিয়ান রিচার্ডস (Vivian Richards)। লিগের অংশীদার ছিলেন শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কারের মতো ব্যক্তি। তার পরেও এই লিগগুলোতে পরিচালনগত সমস্যা দেখা দেয়। আইসিসি (ICC) জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।