সকালে মিটিং করতে আসব, আর রাতে আসব মশলা নিয়ে ঃ হুংকার মদন মিত্রের—
HnExpress অরূপ অধিকারী, উত্তর ২৪ পরগণা, অশোকনগর ঃ সকালে আমি মিটিং করতে আসব। আর রাতে আবার আসব, তখন আসব মশলা নিয়ে। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দলীয় সভায় এমনই হুংকার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তারপরই তিনি ওই বক্তব্যের সাথে সংযোজন করেন, ‘রাতে আসব রাজনীতির মশলা নিয়ে। সেই মশলা যে কী মশলা, তা আর বললাম না।’ বিজেপির নেতাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘আপনারা যে মশলা ব্যবহার করবেন। আমরাও সেই মশলাই ব্যবহার করব।’
এদিন মদন মিত্র হিন্দিতে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপ দুধ মাঙ্গগে তো ক্ষীর দেঙ্গে। আগর বঙ্গাল মাঙ্গগে তো চিড় দেঙ্গে।’ তবে এদিন মদনের বক্তব্যের মূল সুর বাঁধা ছিল মূলত আস্ফালনেই। নরেন্দ্র মোদির নাম করে নানারকম হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, মোদি জি, পারলে আমার নামে মামলা করুন। আমি বলছি, MODI শব্দের অর্থ Murdere Of Democracy in India.