“পাশে আছি সাধ্য মতো” কলকাতা পুলিশের এক মানবিক উদ্যোগ—

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ ইনস্পেক্টর পল্লব হালদার, বেলেঘাটা ট্রাফিক গার্ডের ওসি, আজ সকালে এলাকায় টহল দিচ্ছিলেন। সকাল ১১টা নাগাদ ইএম বাইপাস এবং এনএম রোড ক্রসিংয়ে কর্তব্যরত কনস্টেবল পলাশ কুমার দামের কাছে একটি বাচ্চা মেয়েকে নিয়ে আসেন এবং জানান তিনি আজ এই বাচ্চা মেয়েটিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সন্দেহ হওয়ায় তাকে ট্রাফিক কিয়স্কে নিয়ে গিয়ে বসান তিনি।

পুলিশ সুত্রের খবর, ইনস্পেক্টর পল্লব হালদার বাচ্চা মেয়েটিকে সঙ্গে করে ট্রাফিক গার্ডে নিয়ে আসেন। অনেক জিজ্ঞাসাবাদ করলেও মেয়েটি তার বাড়ির ঠিকানা মনে করে বলতে পারেনি। শুধু জানা যায় যে, তাঁর বয়স ১১ বছর, সে তার দিদির সঙ্গে গত রাতে এখানে এসেছিলো, কিন্তু সেই দিদিই তাকে ফেলে রেখে রাতেই চলে যায়। বাচ্চাটিকে ফুলবাগান থানার হাতে তুলে দেন তিনি। এছাড়াও বাচ্চাটিকে তাঁর অভিভাবকের কাছে ফিরিয়ে দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে ফুলবাগান থানার তরফে জানানো হয়েছে।
তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ ফাইল।