November 13, 2024

বেহালার বুকেই রমরমিয়ে চলছিল মধুচক্র, হাতেনাতে ধরল পুলিশ

0
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা, বেহালা ঃ কলকাতার বুকে ফের হদিশ মিলল এক মধুচক্রের। শহরের জমজমাট এলাকায় রমরমিয়ে চলছিল এই মধুচক্রটি। ঘটনাটি ঘটে বেহালা অঞ্চলে। এই ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজন বাঙ্গালী তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় নিয়ে এসে তাঁদের জেরাও করা হয়েছে। তবে এটি প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার কলকাতায় মধুচক্রর কাণ্ড ঘটেছে, যেখানে অল্পবয়সী মেয়েদেরই কাজে যুক্ত থাকার প্রমাণ মিলেছে।

পুলিশ সন্দেহ করছে, এর সাথে আরও কোনও বড় চক্র জড়িয়ে থাকতে পারে। ঠিক যেমনটা ঘটেছে বেহালা এলাকায়। বেহালার বকুলতলায় মধুচক্রের বেশ কয়েকটি ডেরা রয়েছে বলেও সুত্র থেকে জানা গিয়েছে। শুধু নাবালিকা তরুণীই নয় কয়েকজন তরুণ এবং গৃহবধূকেও গ্রেফতার করা হয়েছে। তাদেরকেও নানা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে ওই চক্রের মূল মাথাকে গ্রেফতার করা যায়। এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষদের মধ্যে এক তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

Advertisements

Leave a Reply