September 18, 2024

বৃহস্পতিবার প্রবল বৃষ্টি রাজ্য জুরে, কি বলছে হাওয়া অফিস?

0
Advertisements

বৃহস্পতিবার দিনভর অতি ভারী বৃষ্টি হয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূমে। ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতেও। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে।

HnExpress ওয়েদার রিপোর্ট, কলকাতা : বৃহস্পতিবার প্রবল বৃষ্টি রাজ্য জুরে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিরামহীন মুষলধারার বৃষ্টি হয়েই চলেছে। এদিন দিনভর বৃষ্টি (Rain fall) চলল জেলায় জেলায়। এদিকে বর্ষা বঙ্গে পা রাখলেও শুরু থেকেই তেমন একটা বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বড়সড় বৃষ্টির ঘাটতি। আবহাওয়া দফতরের (Weather office) সুত্র অনুযায়ী, বর্তমানে যা পরিস্থিতি তাতে ঘাটতি অনেকটাই মিটতে পারে বলে আশা করা যায়।

আগস্ট, সেপ্টেম্বরে রাজ্যের বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।  তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) অন্যান্য জেলার তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, মালদহ, বীরভূম এবং মুর্শিদাবাদে। হাওয়া অফিস বলছে বর্তমানে জোড়া ঘূর্ণাবর্ত (Cyclone) পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে।

পাশাপাশি একটি অক্ষরেখা বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আবার বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর (Bay of Bengal) পর্যন্ত বিস্তৃত। তারপরই প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দিনভর অতি ভারী বৃষ্টি হয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূমে। ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতেও।

বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। রাতের দিকে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত (flood) হওয়ার সম্ভাবনাও থাকছে। জল জমেছে শহরাঞ্চলের রাস্তায়। 

Advertisements

Leave a Reply