মঙ্গল থেকে শনি, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি সহ শিলাবৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর

0

মঙ্গলবার বিকেল বা সন্ধের দিকে বজ্র-বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। কালবৈশাখীর দাপটে ভিজতে পারে শহর কলকাতা। অন্যদিকে উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা।



HnExpress ওয়েদার রিপোর্ট, কলকাতা ঃ গত কয়েক দিন ধরে সূর্যের চোখ রাঙানিতে তেতেপুড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। বাংলার জেলায় জেলায় তাপমাত্রার পারদ আবারও ঊর্ধমুখী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম থাকলেও বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে,  ঝাড়খন্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় রয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বাতাস। আর এর ফলেই রাজ্যে বজ্রবিদ্যু সহ শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ রয়েছে পরিষ্কার, রৌদ্রজ্বল।



বেলা বাড়লে গরম তো বাড়বেই, সাথে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।বৃষ্টির সাথে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গল বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply