গুলির ঘায়ে রক্তাক্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে হামলা চালালো বন্দুকবাজেরা। অল্পের জন্য রক্ষা পেয়ে গেছেন ট্রাম্প। দুষ্কৃতীর ছোড়া গুলিতে কান ঘেঁষে একটি গুলি চলে গিয়েছে বলে জানা গেছে। এতে রক্তাক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গুলি লাগার পর কানের লতি থেকে রক্ত ঝরতে দেখা যায়। দ্রুত তাঁকে মঞ্চ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা (security)। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই বুলেটিনে জানানো হয়েছে।
শনিবার ১৩ই জুলাই স্থানীয় সময় পেনসিলভেনিয়ার (Pennsylvania) বাটলারের এক সমাবেশে এই ভয়াবহ হামলাটি ঘটে। নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। সভায় উপস্থিত ছিলেন বহু মানুষ। আচমকা বিকট শব্দ হয়। এরপরই ট্রাম্প নীচে ঝুঁকে বসার চেষ্টা করেন। গুলিটি তখন তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। আতঙ্কে সভায় হুড়োহুড়ি শুরু করেন উপস্থিত জনতা। ট্রাম্পকে (Trump) দ্রুত উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এই ঘটনার পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাটলারের ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজ নিহত হয়েছে। সভায় উপস্থিত এক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।