September 12, 2024

কাট মানি ফেরত চাই বলে জেলা পরিষদের প্রাক্তন কর্মাধক্ষ্য ও বর্তমান সদস্যের বাড়ি ভাঙচুর

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট, ২১ শে জুন : বিশেষ সুত্র থেকে জানা যায়, আজ দুপুর একটা নাগাদ কাট মানি ফেরতের দাবিতে ভাঙচুর করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন কর্মাধক্ষ্য ও বর্তমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ পাহানের বাড়ি। ১৫-২০ জন যুবক মিলে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান সদস্য বিশ্বনাথ পাহানের বালুরঘাট শহরের পাওয়ার হাউজ এলাকার মিলন তীর্থ ক্লাব সংলগ্ন বাড়িতে চড়াও হয়। তবে তাকে বাড়িতে না পাওয়ায় রাগ গিয়ে পরে বাড়ির লোকজনদের উপর। ফলে তাদের উপরেই চড়াও হয়ে।

 

জানা যায়, চাকরি সংক্রান্ত কোন ব্যাপারে টাকা পয়সা ফেরতের দাবিতেই তারা আজ আসেন বিশ্বনাথ বাবুর বাড়িতে। বিশ্বনাথ বাবুকে ঘটনাস্থলে না পেয়ে তারা ক্ষোভ উগরে দেন বিশ্বনাথ বাবুর স্ত্রী এর উপর। স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বনাথ বাবুর বাড়ির জানলার কাঁচ সমেত কিছু অংশে ভাঙচুর চালান তারা। সাথে এমনও শোনা যায় যে, যুবকেরা নিজেদের মধ্যে বলাবলি করছিল আমাদের টাকা মেরে ব্যাটা এখন তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এমনই নাম প্রকাশে অনিচ্ছুক এক থেকে একাধিক স্থানীয় লোকজন বললেন, আমাদের পাড়া হলো একেবারে শান্তশিষ্ট, হঠাৎ করে আজ দুপুরে চিৎকার চেঁচামেচিতে তারা প্রাথমিক ভাবে ঘটনার গুরুত্ব বুঝে উঠতে পারেন নি। পরবর্তীতে ঘটনাস্থলে তারা এগিয়ে এসে এই দৃশ্য দেখে কার্যত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। সুত্র অনুযায়ী, বিশ্বনাথ বাবুর স্ত্রী ঘটনাস্থলেই নাকি সংজ্ঞাহীন হয়ে পড়েন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাট মানি ফেরতের নিদান দিতেই কার্যত দুর্নীতি গ্রস্ত শাসক দলের নেতা নেত্রীদের মাথায় এখন রীতিমতো বজ্রাঘাত।

পশ্চিম বাংলার অন্যান্য জেলাতে সাধারণ মানুষ প্রতারক নেতাদের কাছে প্রতারণার টাকা ফেরতের দাবিতে সোচ্চার হলেও দক্ষিণ দিনাজপুর জেলাতে তেমন কোনো ঘটনার খবর ছিলনা এতদিন। কিন্তু আজ সেই ঘটনার স্বাক্ষী হলো দক্ষিণ দিনাজপুর জেলা। লোকমুখে শোনা যাচ্ছে ১২-১৪ জন মানুষ জেলা পরিষদের সদস্য হতে বিজেপিতে যোগ দানের জন্য দিল্লীতে গিয়েছেন। এই বিজেপিতে যোগদানের খবর যদি সত্যি হয় তবে নিশ্চিত করে বলা যায় আগামীতে কাট মানি ফেরতের দাবিতে আরো বড়ো কোনো ঘটনার স্বাক্ষী হবে এই শান্তিপ্রিয় দক্ষিণ দিনাজপুর জেলা।

Advertisements

Leave a Reply