প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েবডেক্স নিউজ : অমৃতলোকে পাড়ি দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিট নাগাদ দিল্লির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) মনমোহন জি। এদিন শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসাও শুরু হয়। এরপর রাতের দিকে তাঁর জীবনাবসান (Death) হয়।
তাঁর অসুস্থতার খবর পেতেই একে একে হাসপাতালে আসতে শুরু করেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। তাঁর প্রয়াণের খবরে একে একে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তাঁকে বিনম্র শ্রদ্ধা জানান।