December 11, 2024

অমৃতলোকে পাড়ি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

0
Inshot 20240808 2007226203694976736049642387
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ অমৃতলোকে পাড়ি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Died)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যু হয় তাঁর। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে।

আজ সকালেই নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য-রাজনীতির আকাশে আরেকটি নক্ষত্রপতন। ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বেড়ে যায় হটাৎই।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময়টুকুও দেননি বুদ্ধদেব বাবু। বিমান বসু, মহম্মদ সেলিম-সহ সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যান। সূত্র মারফত জানা গেছে, আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর  COPD-র অ্যাটাক হয়। ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলেই চিকিৎসক মহলের খবর। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ প্রণাম জানিয়ে আসেন তাঁর বাড়ি গিয়ে।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ আজ পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে। কর্মী, সমর্থক ও গুণগ্রাহীদের জন্য আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে CPM -এর রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে তাঁর মরদেহ। এখান থেকেই বিকেল ৪টেয় শুরু হবে শেষ যাত্রা। তবে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার প্রয়োজনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ কোনও মেডিক্যাল কলেজে দান করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।

Advertisements

Leave a Reply