January 23, 2025

কলকাতা ময়দানে শুরু হয়ে গেলো ফুটবলের মরশুম

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতার ময়দানে শুরু হয়ে গেলো ফুটবলের মরশুম, শুক্রবার টাউন মাঠে পঞ্চম ডিভিশনের বি’গ্রুপের খেলার মধ্যে দিয়ে। প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল মতুয়া ফুটবল ফাউন্ডেশন মিত্র সম্মেলনী ও মিলন চক্র। খেলার শেষ মুহূর্তে সজল দাসের গোলে মতুয়া ফাউন্ডেশন জিতে যায়।

এদিন মাঠে উপস্থিত ছিলেন আই এফ এ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল গিরি, শুভাশিস সরকার, নজরুল ইসলাম ও রাকেশ ঝাঁ। এদিকে আই এফ এ অফিসে বিক্ষোভ দেখায় সুন্দরবনের পাটনখালির খুদে ফুটবলাররা।



তাদের দাবি দীর্ঘদিন ধরে নার্সারি লিগে খেলবার জন্যে আবেদন করেও কোনো জবাব পাচ্ছি না। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে একটি ক্যাম্প চলে। সেখানে খুদে ফুটবলাররা অনুশীলন করে। ওই ক্যাম্পে গিয়ে তৎকালীন সচিব সুব্রত দত্ত ক্যাম্পটিকে দত্তক নিয়ে বলেছিলেন, নার্সারি লিগে খেলবার ব্যবস্থা করে দেবেন এবং অন্যান্য সহযোগিতাও করবেন।

প্রথম দিকে সাহায্যও করেন। তারপর থেকে সচিব উৎপল গাঙ্গুলি ও জয়দীপ মুখার্জি আর সেই ভাবে গুরুত্ব দেননি। তবে করোনাকালে সচিব জয়দীপ মুখার্জি সহযোগিতা করেন। খেলার ব্যাপারে কোনও কথা হয়নি। তাই এই বিক্ষোভে সামিল হয়ে দাবি জানাতে আসা হয়েছে। সচিব অনির্বাণ দত্ত তাদের দেখে উপরে ডেকে নিয়ে কনফারেন্স রুমে বসান এবং খাওয়ানোর ব্যবস্থা করেন।

তিনি তাঁদের বুঝিয়ে বলেন, আই এফ এ অনুমোদিত সংস্থা ছাড়া কেউই খেলতে পারে না। খেলোয়াড়দের অন্য ক্লাবে খেলানোর চেষ্টা করা যেতে পারে। ক্যাম্পকে কীভাবে সহযোগিতা করা যায় তাও দেখা হবে বলে জানান তিনি।

Advertisements

Leave a Reply