January 23, 2025

স্বপ্নের আকাশে পাড়ি জমালেন ফুটবল সম্রাট পেলে

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ স্বপ্নের আকাশে পাড়ি জমালেন ফুটবল সম্রাট পেলে। অবশেষে লড়াই থেমে গেলো ফুটবল সম্রাট পেলের। বিশ্বের সেরা শিল্পী ফুটবলার পেলের পায়ের ছন্দ স্তব্ধ হয়ে গেল তাঁর জীবনাবসানে। হয়তো অপেক্ষা করছিলেন কাতার বিশ্বকাপ ফুটবলের ছবিটা দেখতে। বিস্ময় প্রতিভা পেলে বলতেই ঈশ্বর।

তাঁর পায়ের জাদুতে মাঠের চেহারা বদলে যেতো। তাইতো তিনি শুধু ব্রাজিলের গর্ব নয়, সারা দুনিয়া সারা বিশ্বের গৌরব। কিন্তু আজ ভাবতেই অবাক লাগে পেলে আর বলবেন না, ফুটবলের ঐ সব রূপকথার কাহিনী। জাতীয় ফুটবলে পেলের নামের পাশে সাফল্যের ইতিহাস লেখা আছে।



বিশ্বকাপ ফুটবলে দেশকে তিনবার খেতাব এনে দিয়েছেন। সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব। গোলের বন্যায় ভেসেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭ টি গোল রয়েছে। তাঁর চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না। শোকস্তব্ধ সারা বিশ্ব।

Advertisements

Leave a Reply