November 14, 2024

পাকুয়াহাট পুলিশের জালে জড়িয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের গোপন অভিযান সফল। শনিবার রাতে এক গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ বাহিনী নিয়ে নিয়ে অভিযান চালিয়ে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে।

রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতের নাম মিলন মণ্ডল, বয়স মাত্র ২৫ বছর। বাড়ি মালদার বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন, জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় ওই যুবককে একা ঘোরাঘুরি করতে দেখেই পুলিসের সন্দেহ হয়।



তারপর তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃত যুবককে জেলা আদালতে পেশ করা হবে।

Advertisements

Leave a Reply