নভেম্বরে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক, জেনে নিন এক নজরে

0

HnExpress ২৭শে অক্টোবর, বিশেষ প্রতিবেদন ঃ এক উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসবের তোড়জোড় শুরু। আর সেই আসন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নভেম্বর মাসে বেশ কয়েক দিন যাবৎ বন্ধ থাকবে ব্যাঙ্ক। নভেম্বরে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক, জেনে নিন এক নজরে। এমাসেই রয়েছে দীপাবলি, ভাতৃদ্বিতীয়া ও গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি।

এছাড়াও রয়েছে মাসের পাঁচটি রবিবার ও দুটি শনিবার, যা ছুটির দিন হিসেবে সরকারি ভাবে গণ্য। অর্থাৎ ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বরে পড়ছে রবিবার। আর কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনেই বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। ফলে সেই সব দিনের কথা মাথায় রেখেই আপনাকে সেড়ে রাখতে হবে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম।

আগামী ১৪ই নভেম্বর দ্বিতীয় শনিবার এবং সাথে দীপাবলি। ২৮শে নভেম্বর পড়ছে চতুর্থ শনিবার। এদিকে ৩০শে নভেম্বর পড়েছে গুরু নানকের জন্মজয়ন্তী দিবস। হিসাব মত এদিনও সরকারি ছুটি। তবে প্রয়োজনে এই মাসে ছুটির দিন কিছু বদল হলেও হতে পারে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply