কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে নোভেল করোনা ভাইরাসের মিথ্যা আতঙ্ক সম্পর্কে জরুরী বৈঠক

0

HnExpress ১৩ই ফেব্রুয়ারি, সৌভিক সিংহ রায়, কোচবিহার : আজ নোভেল করোনা ভাইরাসের মিথ্যা আতঙ্ক সৃষ্টি নিয়ে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ রুমে ৩০ জন নার্স এবং ডাক্তার নিয়ে এক বিশেষ দল গঠন করে বৈঠক বা আলোচনা সভা সম্পন্ন হল। আর এই বিষয়ে বলতে গিয়ে কুচবিহার মেডিকেল কলেজের এমএসপিপি রাজীব প্রসাদ বাবু বললেন যে, ‘কোচবিহার বা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো রকম কেস রিপোর্টই হয়নি।

এবং সেই জন্য এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে এই বিষয়ে নিয়ে কোন নির্দেশিকা আসেনি। কিন্তু তা সত্বেও যেহেতু সোশ্যাল মিডিয়া গুলোতে এই বিষয়ে নিয়ে মিথ্যা আতংক ছড়ানো হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য আজকে মেডিকেল কলেজের স্টাফেরা মিলে একটি জরুরীকালিন বৈঠক করে।

এবং যাতে এই ধরনের ভুয়ো খবর আর না ছড়ায় এবং যদি সত্যি কোন কেস রিপোর্ট হয় তাহলে কিভাবে সেটার মোকাবিলা করতে হবে সেইসব সংক্রান্ত বিষয় নিয়েই আজকের এই বিশেষ জরুরী বৈঠক করা হয় কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালে।”

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply