January 23, 2025

এমবিবিএস কোর্সে ভর্তির দুর্নীতি রুখতে রেইড করলো ইডি

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ডাক্তারি ভর্তিতেও দুর্নীতি। দেশ জুড়ে একাধিক বেসরকারি মেডিকেল কলেজ ও চিকিৎসকদের বাড়িতে হানা দিলো ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস-এ ভর্তির ক্ষেত্রে এনআরআই অর্থাৎ ভারতীয় অনাবাসীদের কোটায় শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতির অভিযোগ। তারই তদন্তে নেমে দেশের ২৮টি মেডিক্যাল কলেজে মঙ্গলবার হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে। আর তাতে সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছেন স্বভাবতই। এই দুর্নীতির তদন্তে নেমে দেশ জুড়ে একাধিক প্রথম সারির মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এই অভিযোগ সামনে উঠে আসে। ফলে রাজ্যের একাধিক কলেজ ও মালিকদের বাড়িতে তদন্ত চালায় কর্মকর্তারা। দুর্নীতির তদন্তে নেমে  ইডির আধিকারিকরা সল্টলেক, হলদিয়া দুর্গাপুর, কলকাতা, বোলপুর সহ বহু জায়গায় তল্লাশি চালান। 

Advertisements

Leave a Reply