ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলোর স্টপকক বিকল থাকায় অপচয় হচ্ছে পানীয় জল

0

HnExpress ৮ই ফেব্রুয়ারী, পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার সমস্ত ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলোর স্টপকক বিকল হয়ে পরে রয়েছে। আর সেই কারনে অপচয় হচ্ছে পানীয় জল, কিন্ত সেদিকে হুঁশ নেই পৌর কর্তৃপক্ষের। যে কারনে পৌরসভার প্রতি এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে বিস্তর। দীর্ঘদিন বেহাল, করুণ ও জীর্ণ দশার জং ধরা ট্যাঙ্কি গুলো মেরামত করা হয়না।

যার ফলে কোন অনুষ্ঠানে এই ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলো ভাড়া দিলে সেইসব জায়গায় দেখা যায় চুয়ে চুয়ে জল পরে অপচয় হচ্ছে। কিন্তু পুর প্রশাসন থেকে সাধারণ, নজর নেই কারোরই। যেখানে বিশ্ব উষ্ণায়নের জেরে আজ ভূগর্ভের জলের স্তর নীচে নেমে গেছে, যা কিনা খুব চিন্তার বিষয়। সেখানে অযথা বিনা কারণে অপচয় হচ্ছে যথেচ্ছ জল।

আর সেদিকে কোন গুরুত্ব না দিয়ে কি ভাবে এতটা দায়ীত্বহীন হতে পারে সবাই, সে ব্যাপার এলাকাবাসীরা ক্ষোভ উগড়েছেন। সকলের দাবী জলের অপচয় না করে পৌর কর্তৃপক্ষ অতি দ্রুত ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কি গুলো মেরামত করে তা ব্যবহারের যোগ্য করে তুলুক। তবে যে সেই সমাধান আদৌ কবে হবে সেই অপেক্ষায় বসে এলাকাবাসীরা।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply