ডাউন ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত, বিপর্যস্ত হাওড়া-বর্ধমান শাখা
HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ গতকাল রাতে হটাৎই ডাউন ব্যান্ডেল লোকাল শক্তিগড়ের কাছে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। এর জেরে বিপর্যস্ত ওই শাখার সমস্ত রেল পরিষেবা। ইতিমধ্যে প্রায় দশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে। চলছে লাইন মেরামতের কাজ। তবে কখন ফের স্বাভাবিক ছন্দে চলবে লোকাল ট্রেন, তা এখনও স্পষ্ট নয়।
এর জেড়ে হাওড়া-বর্ধমান মেন লাইন ও কর্ড শাখার পরিষেবাও ব্যাহত। তার ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। আপাতত লাইন মেরামতির কাজ অব্যাহত। তবে রেল আধিকারিকদের বক্তব্য, দ্রুত লাইন মেরামতি-সহ অন্যান্য আবশ্যকীয় কাজ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করা যায় সেই চেষ্টায় রত আছেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।
বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগেই বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনের দুটি বগি হটাৎই লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে এসেছিল। তার জেরে মুখোমুখি সংঘর্ষ হয়। মালগাড়িটি কর্ড লাইনের দিকে যাচ্ছিল। সেই সময় লোকাল ট্রেনটিও কর্ড লাইনের দিকে সরে আসে।
যদিও সরকারিভাবে সেই সংঘর্ষের কথা স্বীকার করেনি রেলকর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ ৩৭৭৮৪ নম্বর বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনটি যখন শক্তিগড় স্টেশনে ঢুকছিল, তখন দুটি বগি হটাৎই লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া বা ব্যান্ডেলের অভিমুখে প্রথম যে দুটি বগি ছিল, সেই দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। রেলের দাবি, দ্রুত দুর্ঘটনাস্থলে ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ পাঠানো হয়। আপাতত চলছে লাইন মেরামতির কাজ।