দিনহাটা মহকুমা হাসপাতালের নানান সমস্যা নিয়ে হাসপাতালের সুপারকে ডেপুটেশন জমা দিলো দিনহাটা জনজাগরণ মঞ্চ

0

HnExpress ১১ই ফেব্রুয়ারী, সৌভিক সিংহ রায়, দিনহাটা ঃ আজ দিনহাটা মহকুমা হাসপাতালের নানান সমস্যা নিয়ে হাসপাতালের সুপারকে ডেপুটেশন জমা দিলো দিনহাটা জনজাগরণ মঞ্চ। মঙ্গলবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক হিটলার দাস, সুভাষ বর্মন, অমল মজুমদার প্রমুখ।

এদিন এই ডেপুটেশন দেওয়ার সময় সংগঠনের নেতা হিটলার দাস বললেন, বহুদিন ধরে নানান সমস্যায় জর্জরিত দিনহাটা মহকুমা হাসপাতাল। হাসপাতলে সিটি স্ক্যান, এম আর আই করার কোন মেশিন নেই। ফলে এগুলি করতে হলে হয় বাইরে থেকে রোগীদের তা করতে হয়, তা না হলে কুচবিহারের যেতে হয়।

পাশাপাশি তিনি আরও বললেন যে, দিনহাটা মহকুমা হাসপাতালেত কতিপয় চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। বেশ কয়েকজন চিকিৎসক সঠিক সময়ে আউটডোরেই এসে বসেন না। তার ফলে সমস্যায় পড়তে হয় রোগী ও তাদের আত্মীয় পরিজনদের।

দীর্ঘদিন ধরে দিনহাটা মহকুমা হাসপাতালে দাঁতের অপারেশন বন্ধ হয়ে রয়েছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যাগুলির দিকে তেমন ভাবে কোনো নজরই দিচ্ছেন না। এদিন এই ডেপুটেশন দেওয়ার সময় যাবতীয় সমস্যা গুলি নিয়ে সংগঠনের কর্মীদের আলোচনা হয়।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply