বন্ধ হলো ডালহৌসি খ্যাত নন্দিনীর ভাতের হোটেল
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এক সময় ডালহৌসি চত্ত্বরে ভাইরাল হয়ে উঠেছিল নন্দিনীর ভাতের হোটেল, যা আজ বন্ধ হতে চলেছে। এমনটাই জানিয়েছে স্বয়ং নন্দিনী দি নিজেই। ফুটপাথে ভাত-তরকারি বিক্রি করে রাতারাতি ইন্টারনেট সেনসেশন (Internet sensation) হয়ে উঠেছিলেন তিনি। এমনকী, সিনেমায় নাকি অভিনয়ও শুরু করেন। তবে হঠাৎই ঘটে গেলো বিপত্তি। এক ভিডিয়োতে নন্দিনীকে বলতে শোনা গেল, তাঁর ডালহৌসির দোকান বন্ধ হয়ে গিয়েছে।
তিনি আগেই এ বিষয় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ডালহৌসির (Dalhousie) দোকানটি তাঁকে ছাড়তে হতে পারে। কারণ সেটি ভাড়ায় নেওয়া। আর সেই ভয়ই সত্যি হল। নন্দিনী এক কনটেন্ট ক্রিয়েটারকে জানালেন, দোকান থেকে উচ্ছেদ হয়েছেন তিনি ও তাঁর বাবা। ‘বলতে পারো জোর করা হয়েছে। আমার বলার কিছুই নেই। আমার বাবাকে ভাড়ায় দিয়েছিলেন মালিক। বাবা লকডাউনের আগে নিয়েছিল।
তিনি আরও বলেন, ‘নিজের জিনিসে প্রভাব খাটানো যায়। অন্যের জিনিসে যায় না।’, তবে হাতের থেকে কাজ যায়নি। কারণ নন্দিনীদি মাসখানেক আগেই আরেকটি ভাতের দোকান খুলেছিলেন নিউটাউন (Newtown) চত্বরে। যার নাম রেখেছিলেন নন্দিনীদির হেঁশেল। আপাতত তাঁর হাতের খাবারের স্বাদ নিতে হলে নিউটাউনই যেতে হবে তার নতুন থেকে পুরাতন কাস্টমারদের তা বলাই বাহুল্য।