January 23, 2025

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ফেঙ্গল! তামিলনাড়ুতে জারি হাই অ্যালার্ট—

0
Advertisements

HnExpress ওয়েদার রিপোর্ট ঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মঙ্গলবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় ফেঙ্গল (Fengle) ক্রমশ তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে৷ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঙ্গল৷ যা ক্রমশই তামিলনাড়ুর দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে হাওয়া দফতর৷ সেই কারণে রাজ্য জুড়ে এবার একাধিক শতর্কতা জারি করল তামিলনাড়ুর প্রশাসন (Government of Tamilnadu)

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে৷ যার ফলে ইতিমধ্যেই, সমগ্র তামিলনাড়ু জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে৷ উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন (Administration)৷

হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ শেষ ৬ ঘণ্টায় এর গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার৷ ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তরের দিক করে৷ মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে ঝড়ের অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণপূর্ব, পুদুচেরি থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্ব এবং চেন্নাই থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে৷

এরপর ২৭শে নভেম্বর অর্থাৎ বুধবার শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে তা৷ ল্যান্ডফলের পর প্রথমে শ্রীলঙ্কার (Sri Lanka) উপকূলে ও পরে তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ফেঙ্গল৷ এরপর আগামী দু’দিন সেখানে তাণ্ডব দেখাবে বলেই পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস৷

Advertisements

Leave a Reply