January 23, 2025

সিএসজিসি মিডিয়া ফুটবলের ঢাকে পড়লো কাঠি

0
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : সিএসজিসি মিডিয়া ফুটবলের (CSGC Media Football) ঢাকে পড়লো কাঠি। জেএসডাব্লু সিমেন্ট, শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ এবং সিএসজেসির পরিচালনায় আগামী ৫ই জানুয়ারি ও ৬ই জানুয়ারি জমজমাট স্পোর্টস জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্টের (Sports Journalist Football Tournament) আসর বসতে চলেছে। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া মিলিয়ে মোট ২২ টিম এতে অংশগ্রহণ করবে।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ফাইনাল দেখা যাবে। দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। দিনরাত পরিশ্রম করা সেই সমস্ত স্পোর্টস জার্নালিস্টরা (Sports Journalists) এবারে খেলার ময়দানে বল পায়ে তাদের জাদুর ভেলকি দেখাতে চলেছে। কে বলতে পারে তাদের মধ্যেই আগামী দিনে হয়ে উঠবেন এক একজন অজানা মেসি রোনাল্ডো অথবা

ডি মারিয়া, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, রহিম নবী মেহতাব হোসেন, কিংবা আনোয়ার আলী। জমজমাট এই টুর্নামেন্টের লটারি বৃহস্পতিবার সিএসজেসি ক্লাব (CSGC Club) প্রাঙ্গনে অনুষ্ঠিত হল। কোন দলের সাথে কোন দলের খেলা এই নিয়ে লটারি করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শান্তি মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ফিফা রেফারি চিত্তদাস মজুমদার প্রমুখ।

টুর্নামেন্টের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় এদিন। শান্তি মল্লিক মজা করে বলেন, ‘কাজের প্রবল চাপের মধ্যেও ক্রীড়া সাংবাদিকদের (Sports Journalists) যে ভাবে ফুটবল খেলার জন্য আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখছি, হয়তো এখান থেকেই কয়েক জন ভালো ফুটবলারকে পেয়ে যাব আমরা!’ ম্যাচের দু’দিনই মাঠে উপস্থিত থাকবেন তারকা খেলোয়াড়রাও। সব মিলিয়ে শুরু হয়ে গেল কাউন্ট ডাউন।

Advertisements

Leave a Reply