খাদ্য দপ্তরের কর্মচারীদের জন্য চালু হল কোভিড টিকাকরণ শিবির, উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ—

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি ঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের জের সহ কড়া লকডাউনে ধুকছে গোটা দেশ তথা রাজ্যবাসী।তার মধ্যেই কিছু কিছু ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলছে ভ্যাক্সিন বা কোভিড টিকাকরণ। এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ খাদ্যদপ্তর এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য দপ্তরের কর্মচারীদের করোনা মোকাবিলার কথা মাথায় রেখে একটি কোভিড টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।

এদিন এই টিকাকরণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা অধ্যাপক সৌগত রায়, রাজারহাট গোপালপুরের সদ্য বিজয়ী বিধায়িকা অদিতি মুন্সী প্রমুখ। এই শিবিরে মূলত খাদ্য দপ্তরের কর্মচারী যেমন—রেশন বিভাগ, কেরোসিন, এলপিজি ডিলার, হোলসেলার ও তাদের কর্মচারীদের টিকা দেওয়া হয়। সর্বমোট ৯৯৬ জনকে এই শিবির থেকে টিকা দেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী। আজ-কাল দুইদিন যাবৎ চলবে এই টিকাকরণ।প্রথম দিন প্রায় ৪৫৬ জনকে ও দ্বিতীয় দিন প্রায় ৫৪০ জনকে এই টিকা দেওয়া হবে বলে সুত্রের খবর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply