July 20, 2024

কালীপুজোর মুখে করোনার গ্রাফ উর্ধমূখী, তৎপর জেলা প্রশাসন

0


HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাৎসব শেষ হতেই রাজ্য জুড়ে করোনার গ্রাফ উর্ধমূখী। তাই এবার করোনা পরিস্থিতির লাগাম টানতে প্রশাসন তৎপর। কোভিড সম্পর্কে অসচেতন মানুষকে সচেতন করতে উদ্যোগী হল দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশ প্রশাসন। এদিন বংশীহারী থানার পুলিশের পক্ষ থেকে করোনা আবহে বিনা মাস্ক পড়ে রাস্তায় বের হওয়া মানুষজনদের বিরুদ্ধে নেওয়া হল কড়া পদক্ষেপ।

পুলিশ সূত্রে খবর, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে বিনা মাস্ক পরে পথে বের হওয়ার জন্য ৫ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বংশীহারী থানা সূত্রে জানা গেছে, আগামী দিনেও অসচেতন মানুষজনদের সচেতন করতে তাঁরা এধরণের অভিযান চালাবে। পুলিশ প্রশাসনের এই সদর্থক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তবে বলাই বাহুল্য, করোনা আবহে মাস্ক বিহীন অসচেতন মানুষদের মোক্ষম দাওয়াই দেওয়ার জন্য জেলাপুলিশ প্রশাসন সদাই প্রস্তুত।

Leave a Reply