কোভিড-১৯ প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগ সুহৃদ সংঘের

0

HnExpress ১৯শে এপ্রিল, নিজস্ব প্রতিনিধি, অশোকনগর ঃ কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নানান ধরনের ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে কল্যাণগড় সুহৃদ সংঘের পক্ষ থেকে। লকডাউন শুরুর পর থেকেই মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় উত্তর ২৪ পরগনার অশোকনগর- কল্যাণগড় পুরসভা এলাকার এই ক্লাবটি। দুস্থ পরিবারদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করে তাঁরা।

পরবর্তীতে একদিন এলাকার সমস্ত রাস্তাঘাটকে স্যানিটাইজ করা হয় তাদেরই উদ্যোগে। স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, গ্লাভস এবং পিপিই কিট। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে যারা প্যাথলজি ল্যাবের জন্য নানান নমুনা সংগ্রহ করছেন, এমন বেশ কয়েকজনের হাতে সুহৃদ সংঘের পক্ষ থেকে মাস্ক, গ্লাভস ও পিপিই কিট তুলে দেওয়া হয়। তাদের অন্যান্য ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার অশোকনগর থানায় আইপিএস অফিসার আসিম খান ও ওসি অয়ন চক্রবর্তীর হাতেও পাঁচটি পিপিই কিট তুলে দিলেন কল্যাণগড় সুহৃদ সংঘের সম্পাদক বাপ্পা দাস।

এছাড়াও এদিন একজন গাড়ি চালক সৈকত আইচের হাতে একটি কিট তুলে দেন আসিম খান। পাশাপাশি চালকদের বীমাও করে দেয় এই ক্লাব। করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনার জেলার অন্তর্গত কল্যাণগড়ের সুহৃদ সংঘ যে অগ্রণী ভূমিকা নিয়েছে তা বলাই বাহুল্য। এর আগে ১০ জন অ্যাম্বুলেন্স চালকের হাতেও পিপিই কিট তুলে দিয়েছিল এই ক্লাব। এলাকাকে জীবাণু মুক্ত করতে স্যানিটাইজও করে চলেছে। পাশাপাশি, দুস্থ পরিবারগুলোকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ এখনো অব্দি অব্যাহত রেখেছে সুহৃদ সংঘ।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply